ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাবতলীতে বেড়েছে মানুষের যাতায়াত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
গাবতলীতে বেড়েছে মানুষের যাতায়াত  গাবতলীতে বেড়েছে মানুষের যাতায়াত। ছবি: জিএম মুজিবুর

গাবতলী থেকে: বিধি-নিষেধ শিথিল হওয়ার দীর্ঘ ১৯ দিন পরে চলাচল করতে শুরু করেছে দূরপাল্লার পরিবহন। বাস টার্মিনালগুলোতে বেড়েছে মানুষের যাতায়াত ও কোলাহল।

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু।  

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিধি-নিষেধের আগে আত্মীয়র বাড়ি এসেছিলেন ওদুদ শেখ। ১৯ দিন দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় যেতে পারেননি গ্রামের বাড়ি পিরোজপুর। ওদুদ শেখ বলেন, ‘বুধবার বিধি-নিষেধ শিথিল হলেও বাড়ি যাইনি জ্যাম আর ধাক্কাধাক্কি এড়ানোর জন্য। বৃহস্পতিবার ধীরেসুস্থে বাড়ি যাবো বলে গাবতলীতে এসেছি। সাকুরা পরিবহনের বাসে দুপুর সাড়ে ১২টায় পিরোজপুরের উদ্দেশ্যে উঠবো। আগের ভাড়ায় যাচ্ছি পিরোজপুরে। কোনো বাড়তি ভাড়া দিতে হচ্ছে না। ’

দিগন্ত পরিবহনের স্টাফ মো. মুন্না বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত যাত্রীদের একটু চাপ ছিল। লকডাউনের সময় যখন দূরপাল্লার বাস যাতায়াত করতো তখন প্রতি দুই সিটে একজনকে ভাড়া দিতে হতো ৮০০ টাকা। সে সময় মানুষ যাতায়াত খুব কম করতো। আগের ভাড়ায় এখন মানুষ যাতায়াত করছেন। যার যখন প্রয়োজন হচ্ছে, তিনি তখনই বাড়ি যাচ্ছেন।

ইসলাম পরিবহনের কাউন্টার মাস্টার মো. কবির বাংলানিউজকে বলেন, আমাদের যাত্রীর চাপ খুব ভালো। কাউন্টার থেকে এখন খুব ভালোই টিকিট বিক্রি করছি। সন্ধ্যা ৬টার পর থেকেই টার্মিনালে বাড়ছে যাত্রীদের চাপ। সবচেয়ে বেশি যাত্রীদের চাপ থাকে রাতের ট্রিপগুলোতে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।