গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হবে। তবে উদ্ধারকাজে কতক্ষণ সময় লাগতে পারে তা এখনও বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
আরএস/আরএ