গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোখে টর্চ লাইট মারার অপরাধে মেজবাউল (৫২) নামে এক ব্যক্তিকে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বড় ছেলে বাবু ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বোমরপুরহাট সংলগ্ন এক সাধুর বাড়িতে গাঁজা সেবন করছিলেন কয়েক যু্বক। এসময় হাট থেকে বাড়ি ফিরছিলেন মেজবাউলের ছোট ছেলে মোমিন (২০)। কৌতুহলবশত তিনি ওই যুবকদের দিকে টর্চলাইট মারলে ক্ষিপ্ত হয়ে মোমিনকে আটক করেন গাঁজাসেবীরা।
পরে মোমিনকে নেওয়া হয় স্থানীয় একটি ক্লাবে। তাকে উদ্ধারে মোমিনের বড় ভাই বাবু ও পরে বাবা মেজবাউল সেখানে যান। এসময় ওই যুবকরা দুই ভাইসহ তাদের বাবাকে মারধর করেন। কিল, ঘুষি ও লাথিতে মেজবাউল জ্ঞান হারিয়ে ফেললে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজু বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট, ২০২১
আরএ