ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
বরিশালে ইয়াবাসহ আটক ২

বরিশাল: বরিশালের কাউনিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইব্রাহীম।

এর আগে কাউনিয়া হাউজিং এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- লক্ষ্মীপুর সদর থানার নাছিরনগর এলাকার তোফায়েল ফকিরের ছেলে ইউসুফ ফকির (৪১) ও সন্দীপ উপজেলার হরিসপুর এলাকার বাবু মিয়ার ছেলে মামুন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটকদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধারের পাশপাশি মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।