কুমিল্লা: কুমিল্লা নাঙ্গলকোট বাজার এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কায় মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাঙ্গলকোট বাজারে যাচ্ছিল রাফি। পথে নাঙ্গলকোট বাজারে এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) আ স ম আব্দুর নূর বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় স্কুলছাত্র রাফির মৃত্যু বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস