ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু ফাইল ছবি

কুমিল্লা: কুমিল্লা নাঙ্গলকোট বাজার এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কায় মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাফি নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মো. শাহজাহান সাজুর ছেলে। সে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবা নাঙ্গলকোট বাজারের ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাঙ্গলকোট বাজারে যাচ্ছিল রাফি। পথে নাঙ্গলকোট বাজারে এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) আ স ম আব্দুর নূর বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় স্কুলছাত্র রাফির মৃত্যু বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।