গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন থেকে চারজন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলার সদর থানার মাঝেরচর এলাকার নূর হোসেনের ছেলে রিকশাভ্যানচালক হান্নান (১৭) ও একই জেলার বাটাপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাশেদ (১৩)।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, বিকেলে মৌচাক এলাকা থেকে রিকশাভ্যানে করে কোনাবাড়ী যাচ্ছিলেন হান্নান ও রাশেদ। এক পর্যায়ে রিকশাভ্যানটি রাস্তা পার হচ্ছিল। এ সময় কোনাবাড়ীগামী একটি কাভার্ডভ্যান রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানচালক হান্নান ও যাত্রী রাশেদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন থেকে চারজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।
তিনি আরও জানান, রাশেদ তিন থেকে চার দিন আগে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে হান্নানের বাসায় বেড়াতে এসেছিল। হান্নান গাজীপুরে ভাড়া বাসা থেকে রিকশাভ্যান চালাতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
আরএস/আরবি