সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, সকালে ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে খালকুলা বাজার এলাকা এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে প্রথম ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে প্রায় ১৩ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস