ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চারঘাটে ভাতিজার হাতে চাচা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
চারঘাটে ভাতিজার হাতে চাচা খুন

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ভাতিজার হাসুয়ার কোপে চাচা মতিউর রহমান মতি খুন হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া ছাউবোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম ভাটপাড়া এলাকার ঝাউবোনা গ্রামের জলিল মণ্ডলের দুই ছেলে খলিলুর রহমান ও মতিউর রহমান। বাবার মৃত্যুর পর থেকে খলিল তার ভাই মতিউর রহমানকে বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ ভাটোয়ারা না করে দিয়ে একাই ভোগ দখল করে আসছিলেন।

এ নিয়ে দীর্ঘদিন ধরে খলিল ও মতিউরের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে মতিউর আবারও বাবার রেখে যাওয়া জমি ভাগ ভাটোয়ারা করার জন্য কথা বলতে গেলে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় খলিলের ছেলে তোতা মিয়া হাসুয়া দিয়ে চাচা মতিউর ও ভাই ইনসান আলীকে কোপায়।

এতে ঘটনাস্থলেই মতিউর রহমানের মৃত্যু হয়। আহত অবস্থায় তোতা মিয়া, খলিলুর রহমান, আলী, ইনসান আলী ও কামরুল ইসলামকে উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নিহতের ছেলে ইনসান আলীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই খলিলের পরিবারের সবাই পালিয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।