গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (১৬ আগস্ট) সকালে ওই এলাকায় আলেমা টেক্সটাইলস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, সকালে আলেমা টেক্সটাইলস লিমিটেড কারখানার একতলা শেডের গুদামে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ঢাকা, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে কারখানার ফেব্রিকস ও মেশিনারিজসহ মালপত্র পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
আরএস/এমআরএ