ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রন্থপাঠ অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছু নির্বাচিত অংশ পাঠ করেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন।
অসমাপ্ত আত্মজীবনী পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট লেখক এবং ব্যক্তিরা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল আলম, অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ইংরেজি অনুবাদক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজগোপাল ধর চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. শুভায়ু চট্টোপাধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিয়াজ জামান এবং ঢাকা লিট ফেস্টের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা সাদাফ সাজ।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন শুরু হয়। যেখানে তিনি কয়েক দশক ধরে বিশিষ্ট ভারতীয় ব্যক্তিদের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতার কথা স্মরণ করেন। তার বক্তব্যের পরে অসমাপ্ত আত্মজীনী থেকে ছয়টি অংশ পাঠ করা হয়।
প্রতিটি অংশ পাঠের পর সেগুলোর তাৎপর্য সংক্ষেপে আলোচনা করা হয়। বঙ্গবন্ধুর অসাধারণ এবং আকর্ষণীয় জীবনকাহিনী তার অসমাপ্ত আত্মজীবনী থেকে নির্বাচিত অংশগুলোতে প্রতিফলিত হয়েছে। ভারতীয় হাইকমিশনারসহ অংশগ্রহণকারীরা সমস্বরে বঙ্গবন্ধুর সাহিত্যিক গুণাবলীর পাশাপাশি আধুনিক ইতিহাস, রাজনীতি এবং বাংলাদেশের গল্পের সঙ্গে তার প্রাসঙ্গিকতার প্রশংসা করেন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
টিআর/ওএইচ/