ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পানি নিয়ে বাংলাদেশ-নেদারল্যান্ডের ছবি-ভিডিও প্রতিযোগিতা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
পানি নিয়ে বাংলাদেশ-নেদারল্যান্ডের ছবি-ভিডিও প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে পানি নিয়ে ছবি ও ভিডিও প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

নেদারল্যান্ডের হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ডাচ পানি সংক্রান্ত ইনস্টিটিউশন (ডেল্টার্স) যৌথভাবে ‘বাংলাদেশ: ৫০ পানির গল্প' শীর্ষক ছবি ও ভিডিও তৈরি প্রতিযোগিতার আয়োজন করেছে।

 

মঙ্গলবার (১৭ আগস্ট) নেদারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বাংলাদেশ-নেদারল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের মানুষের মধ্যে 'বন্ধুত্ব উদযাপন' করার অংশ হিসেবে দূতাবাস এ প্রতিযোগিতার আয়োজন করছে। বাংলাদেশ এবং নেদারল্যান্ড উভয়ই সক্রিয় ব-দ্বীপ, যেখানে মানুষের কাছে পানি নিয়ে অনেক গল্প বলার আছে।  

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ২০২২ সালে নেদারল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। এ মাইলফলক দু’টি সামনে রেখে বাংলাদেশ-ডাচ জনগণের সম্বিলিত আশা-আকাঙ্ক্ষা এবং উদ্ভাবনকে তুলে ধরার জন্য পানিকে একটি সর্বজনীন উদযাপনের উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিষয়বস্তু হলো- 
ক) স্থল ও পানিতে বসবাস (বাংলাদেশে) 
খ) অনুপ্রাণিত মানুষ ও পানি (বাংলাদেশে) এবং 
গ) সমৃদ্ধ অর্থনীতি এবং পানি (বাংলাদেশে)।  

প্রতিযোগিতাটি কিশোর, অপেশাদার, পেশাদার চিত্রগ্রাহকসহ সব বাংলাদেশির জন্য উন্মুক্ত। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য একটি গ্রান্ড পুরস্কার ও নয়টি থিম পুরস্কার থাকবে।  

বিজয়ী ছবিগুলো ২০২২ সালের প্রথম দিকে একটি ফটো-বুকে ও প্রদর্শনীতে উপস্থাপন করা হবে।  

প্রতিযোগিতার বিস্তারিত তথ্যাদি এখানে পাওয়া যাবে- http://www.photocontestbangladesh.com/ 

যে কোনো আগ্রহী বাংলাদেশি ২০২১ এর ৩০ অক্টোবরের মধ্যে লিঙ্কটি ক্লিক করে ওয়েব পোর্টালে ছবি ও ভিডিও জমা দিতে পারবেন।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
টি আর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।