ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কারাগারের ভেতরে ইয়াবা বিক্রি, কারারক্ষী বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
কারাগারের ভেতরে ইয়াবা বিক্রি, কারারক্ষী বরখাস্ত

হবিগঞ্জ: ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিলন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিআইজি প্রিজনের অনুমতিতে কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে।


 
মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০টায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে বলে তারা জানিয়েছে।
 
হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম বলেন, কারারক্ষী মিলন গত রোববার ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরদিনই ডিআইজি প্রিজনের অনুমতিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিগগিরই তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।
 
মিলন সিলেট জেলার শাহপরান থানার বাসিন্দা। তিনি সিলেট জেলা 
কারাগারে থাকাকালে মাদকসহ আরেকবার গ্রেফতার হয়েছিলেন। তখনও নয় মাসের জন্য তাকে বরখাস্ত করা হয়। সাজা শেষে দেড় মাস হলো হবিগঞ্জে যোগ দিয়েছিলেন।
 
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে জানান, মিলন বাইরে থেকে ইয়াবা কিনে কারাগারের ভেতরে বিক্রি করতেন। রোববার মিলনসহ তিনজনকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছিল। তারা এখন কারাগারে।
 
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।