ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন ৩৪ সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
কক্সবাজারে প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন ৩৪ সাংবাদিক কক্সবাজারে প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন ৩৪ সাংবাদিক

কক্সবাজার:  করোনা পরিস্থিতিতে সারাদেশের ন্যায় কক্সবাজারেও প্রধানমন্ত্রীর প্রণোদনা পেয়েছেন জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৪ জন সাংবাদিক।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এসব চেক বিতরণের আয়োজন করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।

 

এ সময় প্রধানমন্ত্রীর করোনাকালীন বিশেষ সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ হাজার করে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এবং  সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।  

জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যম দেশকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাছাড়া ছোট বড় যেকোনো সমস্যা সমাধানেও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। সে জন্য প্রধানমন্ত্রী সাংবাদিক সমাজের সুখ-দুঃখের খবর রাখেন সবসময়। এই সহায়তাও তারই অংশ বিশেষ। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। তিনিও কক্সবাজারের সাংবাদিকদের বিশেষ সহায়তা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার এমন মানবিকতার জন্য কক্সবাজারের সাংবাদিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান প্রেসক্লাব সভাপতি আবু তাহের।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়ন সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।