ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া অসুস্থ। চিকিৎসার জন্য বুধবার (১৮ আগস্ট) তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ভারত যাচ্ছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র থেকে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গত দুই মাস আগে রাজধানীর একটি হাসপাতালে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন করা হয়। এরপর থেকে তিনি চিকিৎসাধীন। ডেপুটি স্পিকার এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নি। তাই তিনি চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন।
সূত্রটি আরও জানায়, পেটের অপারেশন হওয়ার কারণে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন।
বাংলাদোশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসকে/এমআরএ