মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুরে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘুল্লার বাজার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘুল্লার বাজার সংলগ্ন একটি বড় খালের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
আরএ