ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ভ্যানচালককে নির্যাতন, ইউপি সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
সিংড়ায় ভ্যানচালককে নির্যাতন, ইউপি সদস্য কারাগারে সিংড়ায় ভ্যানচালককে নির্যাতন, ইউপি সদস্য কারাগারে

নাটোর: নাটোরের সিংড়ায় মো. মিজু আহমেদ (২২) নামে এক ভ্যানচালককে খুঁটির সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগে ইউপি সদস্য ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত ফজর আলী উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও খরসতি গ্রামের আবুল কালামের ছেলে।

জানা যায়, সোমবার (১৬ আগস্ট) রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের ক্ষরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর দ্বিতীয় স্ত্রী রেখার দোকানে আসেন মিজু আহমেদ। এ সময় ফরজ আলী দোকানে ঢুকেই কথাবার্তা ছাড়া তাকে মারধর শুরু করেন। তারপর ঘরের ভেতর নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পেটান। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ইউপি সদস্য ফজর আলীসহ চারজনের নামে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে ফরজ আলীকে গ্রেফতার করে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকিদেরও খুব শিগগিরই গ্রেফতার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।