সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় দু’মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ভাঙ্গাবাড়ি ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত সাজ্জাদ হোসেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান। তিনি পুরাতন ভাঙ্গাবাড়ি মহল্লার আবু সাঈদের ছেলে।
সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বুকের নিচে ধারালো ফালার আঘাতে মারা গেছেন সাজ্জাদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত থেকে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। বুধবার (১৮ আগস্ট) দুপুরে ফের সংঘর্ষ বাঁধে। এ সময় দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় দুই দিনে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদিকে সাজ্জাদ হোসেন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বেশ কয়কেটা বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার সম্পর্কে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সরকারি নম্বরে বার বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এনটি