ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

তীব্র স্রোত, বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
তীব্র স্রোত, বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি বন্ধ

মাদারীপুর: স্রোতের তীব্রতার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  

বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এর আগে, সকাল থেকে নৌরুটে পাঁচটি কে-টাইপ ফেরি চলাচল করছিল। এদিকে আকস্মিক ফেরি চলাচল বন্ধ রাখার কারণে বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন চালকেরা বিপাকে পড়েছে।  

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, নৌরুটের পদ্মানদীতে স্রোতের তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বাঁধার মুখে পরে। পদ্মা পার হতে গিয়ে চ্যানেল অতিক্রমের সময় ফেরিগুলো স্রোত উপেক্ষা করে চলতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিইটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, স্রোতের কারণে দুপুর আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে কখন চলবে তা বলা যাচ্ছে না। আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।