ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

আফতাব নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
আফতাব নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ...

ঢাকা: রাজধানীর বাড্ডা আফতাব নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুর রহমান (৩৫) নামে এক রড মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা পৌনে ৩টায় মৃত ঘোষণা করেন।

সহকর্মী মো. আরিফ জানান, তারা আফতাব নগর এম ব্লকের ১১ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। বৃষ্টির কারণে ভবনের নিচের তলায় পানি জমে যায়। বৈদ্যুতিক পানির মোটর দিয়ে পানি সেচার জন্য সুইচ অন করতেই সেখান থেকে বিদ্যুতায়িত হয় আজিজুর। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. সাজু মিয়া জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম অলিপুর থানার বকশিপাড়া গ্রামে। বাবার নাম মজিবুর রহমান। ১ ছেলে ১ মেয়ের জনক ছিল আজিজুর। বর্তমানে আফতাব নগরেই থাকতো তারা। ৪ মাস ধরে নির্মাণাধীন ওই ভবনে রড মিস্ত্রীর কাজ করছিল সে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।