ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর ধোলাইপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় শাহ আলম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধোলাইপাড়ের জুরাইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

জানা যায়, মৃত শাহ আলম লেবারের কাজ করতেন। এখন ধোলাইপাড় এলাকায় তিনি বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।  

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন খান জানায়, সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় শাহ আলম। এরপর জুরাইনের সড়কে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

তিনি আরো জানান, এ ঘটানায় প্রাইভেটকার জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এছাড়া পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এজেডএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।