ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
‘২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে’

ঢাকা: করোনাভাইরাসের জন্য বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে বুধবার (১৮ আগস্ট) এক সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় টিকার বিষয়টা ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। সবশেষ পারচেজ কমিটিতে ছয় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে সভায় জানানো হয়। এর মধ্যে তিন কোটি ১০ লাখ কিনেছি। এটা নিয়ে আর অসুবিধা হবে না।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।