ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিলের পানিতে ডুবে মো. নজরুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মৃত নজরুল ইসলাম উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে রামনগরের হোব বিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মফিজ উদ্দিন জানান, পাশের মরিচ ক্ষেতে নিড়ানি দেওয়ার জন্য বিল পার হওয়ার সময় পানিতে পড়ে ডুবে যান নজরুল ইসলাম। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে তল্লাশি চালিয়ে তার মরদেহ খুঁজে পান।
ফুলবাড়ীয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা নেই।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসআই