ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শোক দিবসের অনুষ্ঠান নিয়ে স্ট্যাটাস, ভাইস চেয়ারম্যানের নামে অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
শোক দিবসের অনুষ্ঠান নিয়ে স্ট্যাটাস, ভাইস চেয়ারম্যানের নামে অভিযোগ

লালমনিরহাট: লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) মোতাহার হোসেনের উপস্থিতিতে জাতীয় শোক দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রলীগ নেতা।

মঙ্গলবার (১৭ আগস্ট) দিনগত রাতে মিজানুর রহমান মিজান নামে ও্ই ছাত্রলীগ নেতা বাদী হয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



বাদী মিজানুর রহমান মিজান হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

অন্যদিকে লালমনিরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।  

অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, গত ১৫ আগস্ট হাতীবান্ধা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি লালমনিরহাট-১ আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।  

এ কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো। এমপির উপস্থিতিতে শোক দিবসের অনুষ্ঠানে গান-বাজনা করায় মিশ্র-প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকে স্ট্যাটাস দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।

এতে মোতাহার হোসেন এমপিকে কটূক্তি করে সম্মানহানী করা হয়েছে দাবি করে মঙ্গলবার রাতে হাতীবান্ধা থানায় তথ্য-প্রযুক্তি আইনে জাবেদ হোসেন বক্করের নামে একটি অভিযোগ দায়ের করেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান। অভিযোগটি আমলে নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধুর ভাষণ ও আবৃত্তিতে ভার্চ্যুয়ালি প্রতিযোগিতা করার কথা থাকলেও মোতাহার ভাইয়ের মতো বর্ষীয়ান নেতার উপস্থিতিতে মঞ্চে অনুষ্ঠান করা হয়েছে। সেখানে শোকের দিনে গান-বাজনা আনন্দ করে বর্ষীয়ান এ নেতাকেই সমালোচনার মধ্যে ফেলেছেন আয়োজকরা। এটা খারাপ লেগেছে বলেই আমি স্ট্যাটাস দিয়েছি। নেতাকে হেয় করতে নয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।