ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
হাতিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা-নলচিরা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মামুন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে তারেক (২০)।

স্থানীয়রা জানায়, দুপুরে ৩ যুবক একটি মোটরসাইকেল উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে চরকিং ইউনিয়নে বিয়ের নিমন্ত্রণে যাচ্ছিল। পথে জাহাজমারা-নলচিরা সড়কের সৌদিয়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানোর পথে তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।