ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারা সবচেয়ে বড় ব্যর্থতা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
‘বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারা সবচেয়ে বড় ব্যর্থতা’

বরিশাল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে, নাগরিক হিসেবে বলবো—জাতির অনেক অর্জন রয়েছে, কিন্তু বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারা।

তিনি বলেন, আমি জানি আমার দলের নেতারা এটা খুলে বলবেন না, আমি বিবেকের তারণায় বলি—সেদিন আমাদেরও ব্যর্থতা ছিল।

আমরা যদি রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকতাম, তাহলে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারতো না।

মন্ত্রী আরও বলেন, আমাদের রাজনৈতিক ব্যর্থতাও রয়েছে। সেইসময় রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন তাদেরও একদিন ইতিহাসের কাঠগড়ায় জবাব দিতে হবে। সেদিন কেন ডিজিএফই, এনএসআই, এসবি, পুলিশ কেন তথ্য দিতে পারেনি? এরকম একটি ষড়যন্ত্র হতে যাচ্ছে, তাহলে কি সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন—এই প্রশ্ন গোটা জাতির কাছে।

বুধবার (১৮ আগস্ট) বেলা ১২টায় বরিশাল নগরের কাশিপুরস্থ মৎস্যবীজ উৎপাদন খামার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের আয়োজনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ ম রেজাউল করিম।

বরিশালের বিভাগীয় কমিশনার বরিশাল মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মৎস্য অধিদপ্তর ঢাকার পরিচালক (রিজার্ভ) আজিজুল হক, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্পসারণ প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।