ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৬ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৬ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

 

আটক ছয়জনের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও দু’জন শিশু রয়েছেন। তাদের সবার বাড়ি নড়াইল জেলায়।

বুধবার (১৮ আগস্ট) মহেশপুর উপজেলার গোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর খালিমপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ছয়জনকে আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।