ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার থেকে আরও ৩৬ জোড়া ট্রেন চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
বৃহস্পতিবার থেকে আরও ৩৬ জোড়া ট্রেন চলবে ট্রেন

ঢাকা: করোনা মহামারির জন্য বন্ধ থাকা আরও ৩৬ জোড়া ট্রেন বৃহস্পতিবার ১৯ আগস্ট থেকে (১৯ জোড়া) চলাচল করবে৷

বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা ১২টি আন্তঃনগর ট্রেন চলবে। যার মধ্যে রয়েছে-মহানগর এক্সপ্রেস, এগারো সিন্দুর-প্রভাতি-গোধূলী, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস এবং ধুমকেতু এক্সপ্রেস৷

এর পাশাপাশি ২৪ জোড়া মেইলএক্সপ্রেস, কমিউটার ডেমু ও লোকাল ট্রেন চলাচল করবে৷

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে ১৯ দিন বন্ধ থাকার পর ১১ আগস্ট শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল৷ ওইদিন থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করে৷

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে ২০২০ সালের ২৫ মার্চ প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয় সরকার।

দুই মাসের বেশি সময় পর ওই বছরের ৩১ মে আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়।  

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলতি বছরের ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। ৭ সপ্তাহ বন্ধ থাকার পর ২৪ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়৷ এরপর আবারও ২৩ জুন থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল৷ 

এরপর ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ পরে ২৩ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
ডিএন/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।