ঢাকা: করোনা মহামারির জন্য বন্ধ থাকা আরও ৩৬ জোড়া ট্রেন বৃহস্পতিবার ১৯ আগস্ট থেকে (১৯ জোড়া) চলাচল করবে৷
বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা ১২টি আন্তঃনগর ট্রেন চলবে। যার মধ্যে রয়েছে-মহানগর এক্সপ্রেস, এগারো সিন্দুর-প্রভাতি-গোধূলী, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস এবং ধুমকেতু এক্সপ্রেস৷
এর পাশাপাশি ২৪ জোড়া মেইলএক্সপ্রেস, কমিউটার ডেমু ও লোকাল ট্রেন চলাচল করবে৷
এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে ১৯ দিন বন্ধ থাকার পর ১১ আগস্ট শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল৷ ওইদিন থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করে৷
মহামারি করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে ২০২০ সালের ২৫ মার্চ প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয় সরকার।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলতি বছরের ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। ৭ সপ্তাহ বন্ধ থাকার পর ২৪ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়৷ এরপর আবারও ২৩ জুন থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল৷
এরপর ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ পরে ২৩ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
ডিএন/এসআইএস