নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় বিলুপ্ত ছিটমহলের ২৭ জন বাসিন্দাকে ভ্যান দিয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
উপজেলা পরিষদ চত্বরে বুধবার (১৮ আগষ্ট) বিকেলে ১১টি ও আগের দিন একই স্থানে ১৬টি ভ্যান বিতরণ করা হয়।
এনজিও ফাউন্ডেশনের সহযোগী উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) মাধ্যমে এসব ভ্যান উপকারভোগীদের মধ্যে বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার সিদ্দিকা, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) সমন্বয়কারী কুদ্দুস সরকার, সংস্থাটির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক আনোয়ারুল আলম সাবুসহ অনেকে।
উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী কুদ্দুস সরকার বলেন, ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ তহবিল থেকে কর্মসংস্থান সৃষ্টিতে জেলার ডিমলা উপজেলায় বিলুপ্ত ছিটমহল নগর জিগাবড়ি গ্রামে দুই দফায় ২৭ জনকে ভ্যান দেওযা হয়েছে। এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা হিসেবে ইউএসএস এ কাজটি বাস্তবায়ন করেছে। ’
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসআই