ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে পিস্তল-শুটারগানসহ শিক্ষার্থী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
পার্বতীপুরে পিস্তল-শুটারগানসহ শিক্ষার্থী আটক  আটক ‍যুবক

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে মো. সজিব রানা (২২ )একটি পিস্তল ও একটি শুটারগানসহ এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে পার্বতীপুর মডেল থানায় তার নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) রাতে ওই উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী পুরাতন গরুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। রানা চিরিরবন্দর উপজেলার পুনট্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আমিনুল হকের ছেলে। তিনি আমবাড়ী ডিগ্রি কলেজের একাদশ বর্ষের ছাত্র বলে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজয় কুমার রায় বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে  বুধবার অভিযান চালিয়ে আমবাড়ী এলাকার একটি লিচু বাগানে অবস্থান নেয় পুলিশ। এ সময় ওই পথে আসা মোটরসাইকেল আরোহী রানার ব্যাগ তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, একটি এলজি শুটারগান, একটি ম্যাগজিন ও একটি কার্তুজ জব্দ করা হয়।  

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান সরকার বাংলানিউজকে জানান, দুপুরে তাকে দিনাজপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।