ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শনিবার খুলনায় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
শনিবার খুলনায় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ...

খুলনা: খুলনা মহানগরীর বেশ কিছু এলাকায় শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিক্রয়-বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ৩৩ কেভি সেন্ট্রাল-গল্লামারী-সিটি মেইন লাইনের উন্নয়নমূলক কাজের জন্যে মহানগরীর সার্কিট হাউজ, মুন্সীপাড়া, কাস্টমঘাট, হাজী মহসিন রোড, নতুন বাজার, টুটপাড়া, দোলখোলা ও বাগমারা ফিডারের আওতাধীন এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে:

খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কে.ড়ি ঘোষ রোড, জেলা প্রশাসক কার্যালয়, জজ কোর্ট, জজ কোর্ট সংলগ্ন আবাসিক এলাকা, ৫ নম্বর মাছ ঘাট, শের-ই-বাংলা রোড, আপার যশোর রোড, খানজাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্ম সভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মহসিন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, কাস্টমঘাট, বেড়িবাঁধ, গগণ বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা মোড়, শিতলাবাড়ি, মৌলভীপাড়া, টিবি বাউন্ডাড়ি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লাহোর গেট, পূর্ব বানিয়াখানা, মাস্তায় মাখা ও তৎসংলগ্ন আবাসিক এলাকা, কেডিএ এভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগা পাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিরবাড়ি খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লা বাড়ির মোড় ও তৎসংলগ্ন আবাসিক এলাকা।

তাছাড়া ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, সফেদাতলী মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রীপাড়া ও তৎসংলগ্ন আবাসিক এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।