ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেনী: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পানিতে ডুবে মো. রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রায়হান উপজেলার সাত নম্বর কাটাছরা ইউনিয়নের ইদিলপুর প্রকাশ কাজী গ্রামের বেপারি বাড়ির মাঈন উদ্দিনের ছেলে।

জানা যায়, গত কয়েকদিন আগে রায়হান তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে  তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির পর রায়হানকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইছাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল মোস্তফা বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।