ময়মনসিংহ: ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রোববার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরের বাঘমারা এলাকার একটি নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় এ জরিমানা করা হয়।
খবরের সত্যতা নিশ্চিত করে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিক্যাল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআই