রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ১৪টি গ্রামের ৩০০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে কালের কন্ঠ শুভসংঘ। এছাড়া সকলের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়।
রোববার (২২ আগস্ট) দুপুরে আমগাছী সাহার বান উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করে শুভসংঘের সদস্যরা।
খাদ্য সহায়তা পেয়ে রোকেয়া বেগম নামের এক উপকারভোগী বলেন, আমার ভিটামাটি কিছু নাই। অভাব অনটনে তোমাদের খাবার পেয়ে কয়ডা দিন খাইতে পারবো। আল্লার কাছে হাজার হাজার শুকুর। আল্লা বসুন্ধরার আয়ু বাড়ায় দিক।
রুমা খাতুন নামের এক উপকারভোগী বলেন, আমার স্বামী কাঠমিস্ত্রী। কোনো কামকাইজ নাই। দুঃখের দিনে আমাদের খাবার দিলা। তোমাদের ভালো হবে। করোনা থেকে সুস্থ থাকবে। তোমরা আরো বড় হও। আমি যেন আরও পাই।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী বলেন, করোনাকালে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দুর্গাপুর উপজেলায় ৩০০ পরিবাকে তারা খাদ্য সহায়তা দিয়েছে। তাই আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানাই। তার এই সহযোগিতা দুর্গাপুরের মানুষ মনে রাখবে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠর রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, নিজস্ব ফটো সাংবাদিক সালাউদ্দিন, আমগাছী সাহার বান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নিউজ টুয়েন্টিফোরের এসএ বাপ্পী, আতিকুল ইসলাম কৌশিক, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইমরান আলী।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসএস/কেএআর