ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শিবালয়ে যমুনার পানি বিপৎসীমার ৪ সে.মি. ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
শিবালয়ে যমুনার পানি বিপৎসীমার ৪ সে.মি. ওপরে ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: গত ২৪ ঘণ্টায় উজান থেকে নেমে আসা ঢলে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচার যমুনা পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২২ আগস্ট) বিকেলের দিকে এ তথ্য নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মানিকগঞ্জের স্তর পরিমাপক মো. ফারুক হোসেন।

 

তিনি বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে যমুনার পানি ৯ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরিচার যমুনা পয়েন্টে পানির বিপৎসীমা নির্ধারণ ধরা হয়েছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। কিন্তু উজানের ঢলে পানি বেড়ে এ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীর পানি বেড়ে নতুন করে কিছু কিছু এলাকা প্লাবিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।