গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়ার শাপলাবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল শেখ (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরের দিকে ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তিন তলায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন সোহেল। কাজের করার সময় ভবনের পাশ ঘেষে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই শ্রমিক। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআরএস