ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোয়াংছড়িতে ৪ কোটি টাকার আফিমসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
রোয়াংছড়িতে ৪ কোটি টাকার আফিমসহ আটক এক

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৩০০ গ্রাম অফিমসহ প্রুথোয়াই মারমা (৭০) নামে এক মাদককারবারিকে (পাড়া প্রধান) আটক করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। জব্দকৃত আফিমের মূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।


 
সূত্রে জানা যায়, কচ্ছপতলি পাড়ার বাসিন্দা প্রুথোয়াই মারমা দীর্ঘদিন ধরে কবিরাজির নামে আফিমের ব্যবসা করে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে চট্টগ্রামের র‌্যাব-৭ এর উপ পরিচালক মেজর নাসিরের নেতৃত্বে কচ্ছপতলি এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
 
এসময় ৪ কেজি ৩০০ গ্রাম আফিমসহ প্রুথোয়াই মারমাকে আটক করে র‌্যাবের সদস্যরা। পরে জব্দকৃত আফিম ও আটক প্রুথোয়াইকে রোয়াংছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
 
বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াংছড়ির কচ্ছপতলি এলাকায় অভিযান চালিয়ে আফিমসহ এক কারবারিকে আটক করে থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।