ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সৌদিতে পাহাড় থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
সৌদিতে পাহাড় থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু মো. হাদিউল ইসলাম

কিশোরগঞ্জ: সৌদি আরবের রিয়াদ শহরের একটি পাহাড় থেকে পড়ে মো. হাদিউল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
 
রোববার (২২ আগস্ট) বিকেলে নিহতের ছোট ভাই মো. নবী হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।


 
মৃত হাদিউল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গোয়াতলা গ্রামের মো. দুলু মিয়ার ছেলে।

ভাই মো. নবী হোসেন জানান, সংসারে স্বচ্ছলতা আনতে চার বছর আগে বড় ভাই হাদিউল সৌদি আরবে যান। শনিবার (২১ আগস্ট) বিকেলে সৌদি আরবের রিয়াদ শহরের অদূরে একটি পাহাড়ে কাজ করার সময় সেখান থেকে নীচে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি হাদিউলের সহকর্মী শ্রমিক একই উপজেলার হৃদয় মিয়া শনিবার রাতে ফোনে জানান। সৌদি আরবে যাওয়ার পর তিনি আর দেশে আসেনি।  

হাদিউল ইসলামের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।