ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পল্লবীতে পিস্তলসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
পল্লবীতে পিস্তলসহ ১৮ মামলার আসামি গ্রেফতার ...

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ আমিন আহম্মেদ (৩০) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। আর নামে রাজধানীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

রোববার (২২ আগস্ট) বিকেলে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব-৪ এর অধিনায়ক জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ আমিনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় আমিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। আমিন অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। সে অস্ত্রসহ তার দলবল নিয়ে এলাকায় মহড়া দিতো এবং বিভিন্ন মানুষের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করতো। কেউ চাঁদা দিতে না চাইলে সে তাকে মারধর করতো।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাব-৪ এর অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা আগস্ট ২২, ২০২১
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।