সাতক্ষীরা: বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে নয়টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে দুটি ভোদড় (উদবিড়াল), ছয়টি বিদেশি খরগোশ ও একটি ঈগল পাখি।
রোববার (২২ আগস্ট) দুপুর ১টার সময় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ।
এসময় বন বিভাগের পক্ষে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন বন্যপ্রাণীগুলো নিজেদের জিম্মায় নেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারীরা বন্যপ্রাণীগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে নিয়মিত টহলকালে বন্যপ্রাণিগুলো উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণীগুলো সুন্দরবনে অবমুক্ত করার জন্য বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এনটি