ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বিল থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
কালিয়াকৈরে বিল থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকিষবাথান এলাকার একটি বিল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২২ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বাংলানিউজকে জানান, কালিয়াকৈরের মকিষবাথান হাইটেক পার্ক রেলস্টেশনের পাশে বিলে ওই তরুণীর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১ 
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।