সাভার (ঢাকা): সাভারের কাউন্দিয়া এলাকায় ফুটবল খেলা শেষে তুরাগ নদে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর আলভী নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বাকি একজনের মরদেহ উদ্ধারে কাজ চলছে।
রোববার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে কাউন্দিয়া ইউনিয়নের তিরিশ ফুটের বালুর চর এলাকার তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।
নিখোঁজ কিশোররা হলো- মিরপুর শাহালি থানার সি ব্লকের আলামিনের ছেলে আলভী ও আক্তারের ছেলে রিয়াদ। তারা দুজনেই সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, গতকাল সন্ধ্যায় দুই কিশোর তুরাগ নদে গোসলে নেমে নিখোঁজ হয়। এমন খবর পেয়ে আমরা একটি ডুবরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করি। কিন্তু রাত বেশি হওয়ায় সেদিনের মত উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। পরে আজ সকালে এসে উদ্ধার কাজ শুরু করলে বিকেল ৩টার দিকে আলভীর মরদেহ উদ্ধার করতে পারি। রিয়াদের মরদেহ উদ্ধারে কাজ চলছে।
কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম বাংলানিউজকে বলেন, মিরপুর এলাকা থেকে ছয়জনের একটি কিশোর দল কাউন্দিয়ার ওই এলাকায় ফুটবল খেলতে আছে। খেলা শেষে নদীতে গোসল করতে নামে সবাই। এসময় কিশোর আলভী ও রিয়াদ পানিতে ডুবে নিখোঁজ হয়। আজ কিছুক্ষণ আগে একজনকে উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএ