ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কাজিপুরে বিপৎসীমার ওপরে যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
কাজিপুরে বিপৎসীমার ওপরে যমুনার পানি

সিরাজগঞ্জ: অব্যাহত পানি বাড়ার ফলে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি। কোথাও কোথাও নদী ভাঙনও দেখা দিয়েছে।  

রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২৮ মিটার। যা বিপৎসীমার (১৫.২৫ মিটার) ৩ সেন্টিমিটার ওপরে।  

অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩২ মিটার, যা বিপৎসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।   

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, যমুনায় পানি বাড়া অব্যাহত রয়েছে। আরও দু একদিন বাড়তে পারে। কাজিপুরে ইতোমধ্যে বিপৎসীমা ক্রস করেছে। সিরাজগঞ্জ পয়েন্টেও বিপৎসীমা ক্রস করবে। তবে বন্যার সম্ভাবনা নেই। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দু-একদিন পর পানি কমতে শুরু করবে।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।