সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হরিপদ মণ্ডল (৩২) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার বংশীপুর-মুন্সীগঞ্জ সড়কের শেখ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
হরিপদ মণ্ডল উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দুর্গাবাটি গ্রামের বাসিন্দা।
এছাড়া আহতরা হলেন- শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের কাশেম গাইনের ছেলে বাবু (২৫) ও খুলনার কয়রা উপজেলার প্রশান্ত মণ্ডল (৩৮)। তবে আহত অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, পেশায় মোটরসাইকেল চালক হরিপদ মণ্ডল দুজন যাত্রী নিয়ে শ্যামনগর থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিলেন। পথে বংশীপুর-মুন্সীগঞ্জ সড়কের শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হরিপদ মণ্ডলের মৃত্যু হয়। আহত অন্যদের প্রথমে মুন্সীগঞ্জ আর জি নার্সিংহোম নিয়ে গেলেও অবস্থার অবনতি হওয়ায় তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএ