সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকার নামাবাজারের একটি বটগাছে উঠে বিপাকে পড়েছিলেন মধ্য বয়সী নারী আমেনা খাতুন (৫০)। তাকে নামাতে শেষ পর্যন্ত প্রয়োজন হয়েছে ফায়ার সার্ভিসের।
রোববার (২২ আগস্ট) রাত ৮টার দিকে নামাবাজারের পঞ্চবটী আশ্রমের বটগাছটির একটি ডাল থেকে তাকে নামানো হয়।
এরআগে, বিকেলে বটগাছটির একটি ডালে উঠে বসেছিলেন আমেনা।
আমেনা বেগম ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশির চরণ গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি রেডিও কলোনী এলাকার নয়াবড়িতে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, পঞ্চবটী আশ্রমের বটগাছের উপরে উঠে এক নারীকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। তখন ঘটনাটি সাভার ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে ওই নারীকে বটগাছ থেকে নামানোর চেষ্টা করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত ৮টার দিকে তাকে গাছ থেকে নামানো হয়। তিন বছর আগেও তিনি একটি গাছে উঠে বসেছিলেন সেখান থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার পরপরই আমারা ঘটনাস্থলে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পরেছি তিনি মানসিক ভারসাম্যহীন। মূলতো গাছটির একটি ডালে তিনি বসে ছিলেন। মাটি থেকে উচ্চতা প্রায় ৫০ ফিট হবে। নানাভাবে বুঝিয়ে দুই ঘণ্টার চেষ্টায় তাকে নামিয়ে আনা হয়। তিনি সুস্থ আছেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এনটি