নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারের ফরিদ সর্দারের দোকান থেকে ৪ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করেছে পুলিশ।
রোববার (২২ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ চাল জব্দ করা হয়।
জব্দকৃত চালের বস্তা ওই ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য (৭, ৮, ৯) নুরজাহানের বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহিন জানান, উদ্ধারকৃত চালগুলো অভিযুক্ত ইউপি সদস্য ৩জন সুবিধাভোগীর জন্য এবং ১ বস্তা তার স্বামীর নামে জেলে কার্ডের চাল নিয়ে আত্মীয়ের ওই দোকানে রাখেন বলে জানান।
অভিযুক্ত ইউপি সদস্য নুরজাহান জানান, চালগুলো আমার ওয়ার্ডের তিন জন নারীর। তারা অসুস্থ থাকায় তাদের চালগুলো ওই দোকানে রেখেছিলাম।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর জানান, আমি অসুস্থ থাকায় চট্টগ্রামে চিকিৎসার জন্য এসেছি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএ