ঢাকা: ঢাকার পাসপোর্ট অধিদপ্তরের সার্ভার জটিলতার কারণে বেশ কিছুসংখ্যক পাসপোর্ট এখনও পাইপলাইনে আছে। ঢাকা থেকে পুনরায় হাইকমিশনে পাসপোর্ট আসা শুরু হবে বলে আশা প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
পাসপোর্ট হাইকমিশনে আসা মাত্রই যথাযথ প্রক্রিয়ায় দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
রোববার ( ২২ আগস্ট) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, লকডাউন চলাকালে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রবাসীদের মধ্যে সহজে পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাইকমিশন গত এপ্রিল মাস থেকে ৩৬টি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ করে আসছে। গত ৬/৭ মাসে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে রেকর্ড সংখ্যক দুই লাখেরও বেশি পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছানো হয়েছে, যার একটি বৃহৎ অংশ ডাকযোগে বিতরণ করা হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই প্রবাসীরা পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। অ্যাপয়েন্টমেন্টের পর দ্রুততম সময়ের মধ্যে তার পছন্দ মোতাবেক নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট হাতে পাচ্ছেন। এতে একদিকে যেমন প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে অন্যদিকে করোনার ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারছেন। মালয়েশিয়াব্যাপী দীর্ঘমেয়াদী চলমান লকডাউনের মধ্যেও পাসপোর্ট দেওয়ারে প্রক্রিয়া চালু রাখা সম্ভব হয়েছে।
আরও বলা হয়, হাইকমিশনের ডাকযোগে পাসপোর্ট সেবার বিস্তৃতি ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ফলে হাইকমিশনের হাতে থাকা প্রায় সকল পাসপোর্ট ইতোমধ্যে বিতরণ করা সম্পন্ন হয়েছে। তবে ঢাকার পাসপোর্ট অধিদপ্তরের সার্ভার জটিলতার কারণে বেশ কিছুসংখ্যক পাসপোর্ট এখনও পাইপলাইনে আছে। এ জটিলতা ইতোমধ্যে দূর হয়েছে বলে ঢাকা থেকে মিডিয়ার মাধ্যমে সকলকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে যে, খুব সহসাই ঢাকা থেকে পুনরায় হাইকমিশনে পাসপোর্ট আসা শুরু হবে। বাকি পাসপোর্টগুলোও হাইকমিশনে আসা মাত্রই যথাযথ প্রক্রিয়ায় অতি দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে।
অন্যদিকে মালয়েশিয়া সরকার অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ সংক্রান্ত রেক্যালিব্রেশন কর্মসূচির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে।
বিশ্বব্যাপী করোনা মহামারির এই দূর্যোগকালীন মালয়েশিয়া প্রবাসীদের ভাই-বোনদের আতঙ্কিত না হওয়ার জন্য এবং সাধারণ প্রবাসীদের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে হাইকমিশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
টিআর/এমজেএফ