ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারে স্বাধীন কমিশন হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারে স্বাধীন কমিশন হবে

ঢাকা: প্রধানমন্ত্রীর দৃঢ় ও বলিষ্ঠ প্রচেষ্টায় বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িতদের বিচারকাজ সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী ও ক্ষেত্র প্রস্তুতকারীদের শনাক্তকরণসহ বিচারকাজ সম্পন্ন করতে অচিরেই একটি স্বাধীন কমিশন গঠন করা হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (২২ আগস্ট) বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তানের দোসর একাত্তরের পরাজিত শক্তি ও জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরিকল্পনায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তাছাড়া জাসদ ও ভাসানী (ন্যাপ) এর একটি অংশও এ হত্যার ক্ষেত্র প্রস্তুত করে। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী ও ক্ষেত্র প্রস্তুতকারীদের শনাক্তকরণসহ বিচারকাজ সম্পন্ন করার জন্য অচিরেই একটি স্বাধীন কমিশন গঠন করা হবে বলে আশা করছি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

প্রধান আলোচক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসে বহু বিখ্যাত নেতার জন্ম হয়েছে। তারা কেউ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। একমাত্র বঙ্গবন্ধুই বাঙালির জন্য একটি জাতিরাষ্ট্র উপহার দিতে পেরেছেন। তাছাড়া একক নেতৃত্বের মাধ্যমে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার নজির পৃথিবীতে নেই, যেটি বঙ্গবন্ধু করতে পেরেছেন। তাই সকল বিচারেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।