ঢাকা: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এশিয়া সফর শুরু করেছেন। প্রথমে সিঙ্গাপুর এবং এরপর ভিয়েতনাম সফর করবেন তিনি।
দক্ষিণ–পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে এ অঞ্চলে সফর শুরু করেছেন কমলা হ্যারিস।
রোববার (২২ আগস্ট) সফরের অংশ হিসেবে সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন কমলা হ্যারিস। আগামী মঙ্গলবার ভিয়েতনাম সফর করবেন তিনি।
দুই দিনের সিঙ্গাপুর সফরে কমলা হ্যারিস দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চাঙ্গি নৌঘাঁটিতে মার্কিন নাবিকদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।
মঙ্গলবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যাবেন কমলা হ্যারিস। এর আগে যুক্তরাষ্ট্রের আর কোনো ভাইস প্রেসিডেন্ট ভিয়েতনাম সফর করেননি। ভিয়েতনাম সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের দক্ষিণ–পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনীতে যোগ দেওয়ার কথা রয়েছে কমলা হ্যারিসের।
এছাড়া ভিয়েতনামের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এইচএমএস/এমজেএফ