ঢাকা: এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে এখনই ফ্লাইট চালু হচ্ছে না। তবে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখছে ভারত।
আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
রোববার (২২ আগস্ট) রাতে গণমাধ্যমকে পররাষ্ট্রসচিব বলেন, এখনই ভারতের সঙ্গে ফ্লাইট চালু হচ্ছে না। বাংলাদেশের দেওয়া প্রস্তাব ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু হবে ২০ আগস্ট। তবে ২০ আগস্ট থেকে না হলে ২২ আগস্ট শুরুর বিষয়ে উভয়পক্ষ আলোচনা করেছিল। তবে শেষ পর্যন্ত আর ফ্লাইট চালু হয়নি।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
টিআর/এমজেএফ