ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিনোফার্মের টিকা নেওয়া ওমরাহ যাত্রীদের বিষয়ে আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
সিনোফার্মের টিকা নেওয়া ওমরাহ যাত্রীদের বিষয়ে আলোচনা

ঢাকা: করোনা পরিস্থিতিতে পবিত্র ওমরাহ পালনের চ্যালেঞ্জ বিষয়ক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ আগস্ট) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ধর্মসচিব নূরুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন এবং  বাংলাদেশস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আলদুহাইলান আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সভায় হাব সভাপতি বলেন, সিনোফার্মের টিকা ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরব কর্তৃক অনুমোদিত নয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে সিনোফার্মের টিকাই এখন দেওয়া হচ্ছে। সিনোফার্মের টিকা যাতে সৌদি কর্তৃপক্ষ অনুমোদন করে সেজন্য কূটনৈতিক তৎপরতা চালানো প্রয়োজন। অথবা বাংলাদেশি ওমরাহ যাত্রীদের জন্য সৌদি সরকার কর্তৃক নির্ধারিত ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসনের যেকোনো একটি টিকা দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।

ওমরাহ যাত্রীদের খরচের অর্থ সৌদি আরবে আইবিএএন এর মাধ্যমে পাঠানোর ব্যবস্থা নিতে হবে জানিয়ে হাব সভাপতি বলেন, ওমরাহ যাত্রী ফ্লাইটে ওঠার আগে পিসিআর টেস্ট পজেটিভ হলে যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন এবং টিকিট ও হোটেল পুনরায় বুকিং করা যায়— সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

সৌদি আরবের জেদ্দার কাউন্সেলর (হজ) জহিরুল ইসলাম বলেন, সকলকে অবশ্যই সৌদি আরবের নির্দেশনার ভ্যাকসিন নিতে হবে। সিনোফার্মের টিকার বিষয়ে শিগগিরই সৌদি সরকার থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।

সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার তারিক এ আল-ওয়াইদি জানান, বাংলাদেশের ওমরাহ যাত্রীদের সুবিধার্থে দৈনিক ৩টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, বিমানের পক্ষ থেকে ওমরাহ ফেয়ার ঘোষণা করা হয়েছে। ওমরাহ যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদাই প্রস্তুত।

বাংলাদেশস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আলদুহাইলান বলেন, সৌদি বাদশাহ পবিত্র আল্লাহর ঘর এবং মহানবীর মসজিদের কাস্টডিয়ান। বর্তমানে কোভিড প্যানডেমিকের কারণে ৬০ হাজার ওমরাহ যাত্রীর ওমরাহ পালনের বাধ্যবাধকতা থাকলেও ভষ্যিতে তা বাড়ানো হবে, যাতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি ওমরাহ পালন করাতে পারেন।

ধর্মসচিব নূরুল ইসলাম বলেন, এরই মধ্যে ২৪৭টি ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। শিগগিরই আরও তালিকা প্রকাশ করা হবে। ওমরাহ যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে তিনি মত প্রকাশ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ওমরাহ যাত্রী ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে, পজিটিভ আসলে যেতে পারবেন না। এ ক্ষেত্রে প্রবাসীদের টিকিট রিসিডিউল করা হয়। ওমরাহ যাত্রীদের ক্ষেত্রেও তাই করা উচিত।

ওমরাহ চালু হওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২৪৭টি ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে, শিগগিরই আরও তালিকা প্রকাশ করা হবে। সিনোফার্মের টিকা নিয়ে যাতে বাংলাদেশের ওমরাহ যাত্রীরা গমন করতে পারেন সে বিষয়ে সৌদি সরকার ও সৌদি রাস্ট্রদূতের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

ওমরাহ যাত্রীদের সৌদি অংশের খরচের অর্থ আইবিএএনের মাধ্যমে পাঠানোর জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী অবহিত করেন। তাছাড়াও ওমরাহ যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়টি বিবেচনার জন্য তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।